প্রত্যন্ত অঞ্চলে বা হঠাৎকরে আমাদের জীবণে বা আমাদের শরীরে চলে আসতে পারে নানান রোগব্যধি , যার জন্য আমাদের সবারি ঔষধ সম্পর্কে কিছুটা আংশিক ধারণা থাকা সবার একান্ত কাম্য, আর আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা কেবল সেই সকল মানুষকে কিছু জানিয়ে দেওয়া মাত্র। কোনো ক্রমেই কেই এই ব্লগের কোনো টিপস ডাক্তারের পরামর্শ ব্যতিত গ্রহন করিবেন না। আর করিলেও অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার জন্য ব্লগার দায়ী থাকিবেনা।